, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জামালপুরে ধর্ম প্রতিমন্ত্রীর হারানো আইফোন মালয়েশিয়ায় থেকে উদ্ধার, গ্রেপ্তার ৯

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৪ ০৬:৫৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৪ ০৬:৫৩:২৭ অপরাহ্ন
জামালপুরে ধর্ম প্রতিমন্ত্রীর হারানো আইফোন মালয়েশিয়ায় থেকে উদ্ধার, গ্রেপ্তার ৯
জামালপুরে জানাজায় গিয়ে নিজের আইফোন হারিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক। প্রায় দেড় মাস পর মালয়েশিয়া থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর সঙ্গে জড়িত থাকায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
আজ বুধবার (৫ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

এদিকে গ্রেপ্তাররা হলেন- জাকির হোসেন (৪০) মাসুদ শরীফ (৪১), মো. জিয়াউল মোল্লা জিয়া (৪৮), রাজিব খান মুন্না (২২), মো. আল আমিন মিয়া (২০), মো. আনোয়ার হোসেন ওরফে সোহেল (২৭), মো. রাসেল (৩৮), মো. খোকন আলী (৩৬) ও মো. বিল্লাল হোসেন (৩৭)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিবির হারুন বলেন, মোবাইল ফোন চুরির ঘটনায় প্রতিমন্ত্রীর সহকারী একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দীর্ঘ তদন্ত শেষে মালয়েশিয়া থেকে ফোনটি উদ্ধার করা হয়। চোর চক্রের ৯ জনকেও গ্রেপ্তার করা হয়।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া