, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সৌদি প্রবাসী বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে ছোট ভাইয়ের কারাদণ্ড 

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৪ ০৪:৪৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৪ ০৪:৪৪:০০ অপরাহ্ন
সৌদি প্রবাসী বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে ছোট ভাইয়ের কারাদণ্ড 
এবার প্রবাসী বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন ছোট ভাই। আজ বুধবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিকে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে ছোট ভাই আরিফ আলীকে (২২) ছয়মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এ সাজা দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত আরিফ আলী লালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।

ওই ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আকবর হোসেন বলেন, ‘আরফি আলীর বড় ভাই শরীফ আলি সৌদি আরবে থাকেন। প্রবাসী বড় ভাইয়ের ভোট দিতে এসেছিলেন তিনি। তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। পরে জালভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে ছয়মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’
সর্বশেষ সংবাদ