, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারত-বাংলাদেশ রক্তের বন্ধনে আবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৪ ০৩:০৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৪ ০৩:০৫:৪০ অপরাহ্ন
ভারত-বাংলাদেশ রক্তের বন্ধনে আবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী
ভারতের সাথে বাংলাদেশ রক্তের বন্ধনে আবদ্ধ। দেশটির সাথে অন্য কোনো দেশের সাথের সম্পর্কের তুলনা চলে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুুদ। এ সময় ভারতের নির্বাচিত নতুন এনডিএ জোট ও ভারতের জনগনকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী।

আজ বুধবার (৫ জুন) সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটা জানান তিনি। গনতান্ত্রিক চর্চায় অবদান রাখার জন্য ভারতের জনগনকেও বিশেষ অভিনন্দন জানান তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মেয়াদে নতুন সরকারের সাথে সম্পর্কের গভীরতা ও বহুমাত্রিকতায় পৌঁছাবে। চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ তবে ভারতের সাথে সম্পর্ক অনন্য অবস্থানে।

এ সময় মন্ত্রী ইন্ডিয়া জোটকেও অভিনন্দন জানান। তিনি বলেন, বিরোধী দল সংসদে কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশের বিরোধীদলও সংসদে ভূমিকা রাখতে পারলে গনতান্ত্রিক চর্চা আরও জোরালো হত। এ সময় ড. ইউনুস আদালতে সর্বোচ্চ সহানুভূতি পাচ্ছেন বলেও জানান তিনি।
সর্বশেষ সংবাদ