, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতের মাটিতে বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান নিক পোথাস

  • আপলোড সময় : ০১-০৬-২০২৩ ০৫:৩৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৩ ০৫:৩৯:৩৬ অপরাহ্ন
ভারতের মাটিতে বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান নিক পোথাস
এবার ভারতের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের স্বপ্নটা বেশ বড়। ৫০ ওভারের এই ফরম্যাটে অনেকদিন ধরেই ভালো করছে দল। এবারের বিশ্বকাপও হবে পাশের দেশ ভারতে। সব মিলিয়ে ওয়ানডে বিশ্বকাপকে নিয়ে বড় স্বপ্ন দেখছে তামিম ইকবালের দল। টাইগারদের নতুন সহকারী কোচ নিক পোথাসও জানিয়েছেন, তার একমাত্র লক্ষ্য, বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান।

এদিকে আয়ারল্যান্ড সিরিজে সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। প্রধান কোচের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করা ছাড়াও ব্যাটিংয়ের দিকটা দেখবেন তিনি।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'বাকি দলগুলো কীসের জন্য বিশ্বকাপে যায়? আমাদেরও কোনো ভিন্নতা নেই। ছেলেরা লক্ষ্যের প্রতি অবিচল। আমরা একটা বিশ্বকাপ জিততে চাই, নিজেদের গর্বিত করতে চাই। আমরা তা নিয়ে ভাবতে চাই না যা নিয়ন্ত্রণের বাইরে। আমরা সম্ভাব্য সেরা প্রস্তুতি নেবো এবং নিজেদের সেরাটা দেবো।'

এদিকে সামনে আফগানিস্তান সিরিজ। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের সঙ্গে কাজ করছেন তিনি। সেখানেই পোথাস জানালেন, বাংলাদেশের যে সামর্থ্য, তাতে ভালো না করার কোনো কারণ নেই।

এ সময় বাংলাদেশের দায়িত্ব নিতে কেনো আগ্রহী হলেন এমন প্রশ্নের জবাবে পোথাস বলেন, 'এটা মোটেও কঠিন সিদ্ধান্ত (কোচ হওয়া) ছিল না। বিগত ১৮ মাস ধরে বাংলাদেশকে লক্ষ্য করছি। ক্রিকেটারদের যে সামর্থ্য আছে, সেটা অসাধারণ। ওরা ৬-৮ মাস ধরে দারুণ খেলছে। বিষয়টা আমার জন্য রোমাঞ্চকর।'
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস