, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


ইসরায়েলে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৪ ০৬:৩৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৪ ০৬:৩৫:০৮ অপরাহ্ন
ইসরায়েলে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল
এবার ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে ছড়িয়ে পড়া তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। প্রতিবেশী দেশ লেবানন থেকে রকেট ও ড্রোন হামলা চালানোর পর পরই এই দাবানল শুরু হয়।

এদিকে সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, গতকাল (৩ জুন) সোমবার লেবাননের রকেট হামলার পর এই আগুনের সূত্রপাত বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
 
ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক ইউনিট কাজ করে যাচ্ছে। কিরিয়াত শমোনা থেকে বেশ কিছু বাড়ি থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, অগ্নিনির্বাপক দলের সদস্যদের সহযোগিতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘন ধোঁয়ার কারণে আইডিএফের ছয় জন রিজার্ভ সৈন্য সামান্য আহত হয়েছেন।

সেনাবাহিনী থেকে আরও বলা হয়েছে, যেসব জায়গায় আগুন লেগেছে সেনাবাহিনী তা নিয়ন্ত্রণে নিতে পেরেছে। এই মুহূর্তে কোন মানুষের জীবন ঝুঁকিতে নেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, তারা সেনাবাহিনীর সাথে দাবানলের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সর্বশেষ সংবাদ