, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


লোকসভা ভোট: ফলাফলে এগিয়ে মোদির নেতৃত্বাধীন জোট

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৪ ১০:২৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৪ ১০:২৩:৪২ পূর্বাহ্ন
লোকসভা ভোট: ফলাফলে এগিয়ে মোদির নেতৃত্বাধীন জোট
এবার শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগণনা। এ পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট। ছয় সপ্তাহ ধরে চলা ভোটাভুটির পর আজ মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় গণনা। শুরুতে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট।

আংশিক ফলাফলে সকাল ১০টা নাগাদ দেখা যায়, ২৮১ আসনে এগিয়ে মোদির এনডিএ জোট। রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট এগিয়ে ২১৮ আসনে।

গত ১৯ এপ্রিল শুরু হয় সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ভোটের মহাযজ্ঞ। ৭ ধাপের নির্বাচনের শেষ ধাপে ভোটাভুটি হয় ১ জুন। লোকসভার ৫৪৩ আসনের জন্য এবার লড়েছেন ৮ হাজার ৩৬০ জন প্রার্থী। সরকার গঠনে প্রয়োজন কমপক্ষে ২৭২ আসন।

এদিকে বুথফেরত জরিপে আবারও নরেন্দ্র মোদির জোটের ভূমিধস বিজয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে তা প্রত্যাখ্যান করেছে বিরোধী ইন্ডিয়া জোট। তৃতীয়বারের মতো মোদি সরকার নাকি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের প্রত্যাবর্তন? সেটি জানতে অপেক্ষা করা লাগছেই।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান