, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৪ ০৮:১৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৪ ০৮:১৭:০৬ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা
এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। গতবারের চেয়ে এবার প্রাইজমানি বেড়েছে। এবার চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মার্কিন মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি টাকা। রানার্স আপ দলের তহবিলে ঢুকবে ১.২৮ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা।

এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পেয়েছিল ১৮ কোটি টাকার কিছু বেশি। রানার্স আপ পাকিস্তান পেয়েছিল প্রায় সাড়ে ৯ কোটি টাকা। এবার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল গতবারের চেয়ে বেশি প্রাইজমানি পাচ্ছে।

এদিকে সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭,৮৭,৫০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ২৪ লাখ টাকা। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ২ লাখ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার করে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। সেমিফইনাল ও ফাইনাল জয়ের জন্য প্রতি দল পাবে ৩১ হাজার ১৫৪ ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৬ লাখ টাকা।

এরপর ৯, ১০, ১১ ও ১২ নম্বরে থাকা দলের জন্যও থাকছে বড় অঙ্কের প্রাইজমানি। এই চার দল পাবে ২৪৭,৫০০ মার্কিন ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯০ লাখ টাকা। ১৩ থেকে ২০ নম্বরে থাকা প্রতিটি দল পাবে ২২৫ হাজার মার্কিন ডলার করে। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা।

সব মিলিয়ে প্রতিটি দলের প্রাইজমানি বাবদ ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে আইসিসি। যা বাংলাদেশি টাকায় ১৩২ কোটি টাকার বেশি।
সর্বশেষ সংবাদ