, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা প্রয়োজন ছিল: ইরানের সর্বোচ্চ নেতা  

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৪ ০৭:৩৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৪ ০৭:৩৭:৫৩ অপরাহ্ন
৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা প্রয়োজন ছিল: ইরানের সর্বোচ্চ নেতা  
এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী বলেছেন, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ছিল সময়োপযোগী। আজ সোমবার (০৩ জুন) তিনি এমন মন্তব্য করেন। খবর আল আরাবিয়া 
 
এদিকে হামাসের ‘আল-আকসা ফ্ল্যাড’ নামে ইসরায়েলে পরিচালিত অপারেশন এই অঞ্চলে প্রয়োজন ছিল বলে জানান খামেনেয়ী। প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খামেনেয়ীর ৩৫তম স্মরণ সভায় অংশ নিয়ে আলী খামেনেয়ী বলেন, হামাসের হামলা ছিল জায়োনিস্টদের জন্য বড় ধাক্কা। 
 
গত ৭ অক্টোবর হামাসের ওই হামলা মার্কিন মদদ পুষ্ট ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে বলে মন্তব্য করেন আয়াতুল্লাহ আলী খামেনেয়ী। এছাড়া এই হামলা শত্রুদের সকল পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে। ইরানের এই নেতা বলেন, হামাসের অক্টোবরের হামলা ইসরায়েলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। 

এদিকে গত বছরের অক্টোবর হামাসের হামলার পর মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। যদিও ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। এরপরও হামাসের হামলায় তেহেরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের প্রশংসা করে যাচ্ছে। এছাড়া হামাসের এই হামলার পেছনে ইরান জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।  
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান