, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এরদোয়ানের শপথে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

  • আপলোড সময় : ০১-০৬-২০২৩ ০৫:২৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৩ ০৫:২৫:৩১ অপরাহ্ন
এরদোয়ানের শপথে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার প্রথম বিদেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন।

গত ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশীয় অনুষ্ঠানে অংশ নিলেও বিদেশের কোনো কর্মসূচিতে তিনি যাননি। সবকিছু ঠিক থাকলে কমার্শিয়াল ফ্লাইটে শুক্রবার রওনা করে শনিবার আঙ্কারা পৌঁছানোর কথা রয়েছে তাঁর। ৩ জুন তিনি প্রেসিডেন্ট এরদোয়ানের শপথের বর্ণাঢ্য আয়োজনে অংশ নেবেন।

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এরদোয়ান। বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মুখপাত্র ওমের সেলিক গণমাধ্যমকে জানান, এরদোয়ানের মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন আসতে পারে। তবে বর্তমান পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী স্বপদে বহাল থাকছেন।

গত ১৪ মে তুরস্কে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮ মে দ্বিতীয় দফার ভোট হয়। পরে তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেকশন কাউন্সিল এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করে। এরদোয়ান পান ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারুগলু পান ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট। এরদোয়ান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এক দশকের বেশি সময় পর ২০১৪ সালের ১০ আগস্ট তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। সেই থেকে তিনি দেশটির সর্বোচ্চ পদে আছেন।
দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস