কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। শিরোপা ধরে রাখার মিশনে উদ্বোধনী দিনই মাঠে নামছে মেসির দল। তার আগে সুসংবাদ পেল আর্জেন্টিনার ফুটবলাররা।
এদিকে আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্ক্যালোনির হাত ধরেই কোপা চ্যাম্পিয়ন হয়েছে। আর তার হাত ধরেই বিশ্বকাপের শিরোপাও জিতেছে মেসি-মারিয়ারা। তবে কিছু দিন আগেই গুঞ্জন উঠেছিল, আর বেশিদিন আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন না স্ক্যালোনি।
তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কোচ স্ক্যালোনি নিজেই। স্ক্যালোনি জানিয়েছেন, যতদিন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন চাইবে ততদিন জাতীয় দলের কোচ হিসেবে কাজ করবেন তিনি।
কোপা আমেরিকার আগে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে মেসি-মার্টিনেজরা। রোববার (২ জুন) সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন স্ক্যালোনি। কোপার পরও আর্জেন্টিনার ডাগ আউটে থাকতে চান তিনি।
স্ক্যালোনি বলেন, ‘বছরটা খুব ভালো ছিল না। সত্যি বলতে, (গত) নভেম্বরে ব্যাপারটা তেমন ছিল না। তবে যতদিন এএফএ প্রেসিডেন্ট চাইবেন, ততদিন আমি এখানে থাকব।‘
এদিকে মেসির সর্বশেষ অবস্থা নিয়েও কথা বলেছেন স্ক্যালোনি। আর্জেন্টিনার কোচ বলেন, ‘মেসি পুরোপুরি ফিট। সে কাল (সোমবার) অনুশীলনের জন্য দলের সঙ্গে যোগ দেবে।‘