এবার তীব্র তাপপ্রবাহে ভারতে গত তিনদিনে ৫৩ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে উত্তরপ্রদেশে ৩৩ জন আর ওড়িশাতে ২০ জন রয়েছে। আজ সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশে গত শনিবার (১ জুন) তীব্র গরমে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আর ওড়িশা রাজ্যে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। গত শনিবার ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট দেয়ার সময় এসব মৃত্যুর খবর পাওয়া যায়।
ভারতের ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ১ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত অন্তত ৫৬ জনের হিটস্ট্রোকে মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আর এ সময়ে প্রায় ২৪ হাজার ৮৪৯টি হিটস্ট্রোকের ঘটনা ঘটেছে। যদিও, রাজ্যভিত্তিক পরিসংখ্যান বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশে গত ১ জুন যারা মারা গেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক পুলিশ, ভোটগ্রহণ কর্মকর্তা, নিরাপত্তারক্ষী এবং স্যানিটেশন কর্মী ছিলেন। উত্তর প্রদেশের প্রধান নির্বাচনী কর্মকর্তা নভদীপ রিনওয়া গণমাধ্যমকে বলেছেন, মৃত নির্বাচনী কর্মীদের পরিবারকে ১৫ লাখ রুপি আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে।
অন্যদিকে, ওড়িশা জেলা কর্তৃপক্ষ গত ৩ দিনে ৯৯ জনের সন্দেহভাজন হিটস্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন। তবে এরমধ্যে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার। এছাড়া বিহার, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড রাজ্যেও তীব্র তাপপ্রবাহে সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।