, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এক বাংলাদেশি নিয়ে বিশ্বকাপে অংশ নেয়া ক্রিকেটারদের থেকে সেরা একাদশ বাছাই

  • আপলোড সময় : ০২-০৬-২০২৪ ০৮:০২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৪ ০৮:০২:০৯ অপরাহ্ন
এক বাংলাদেশি নিয়ে বিশ্বকাপে অংশ নেয়া ক্রিকেটারদের থেকে সেরা একাদশ বাছাই
চলতি বিশ্বকাপে অংশ নেয়া ক্রিকেটারদের মধ্য থেকে সেরা একাদশ বাছাই করেছে স্কাই স্পোর্টস। ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও ইয়ন মরগান এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটার উরুজ মুমতাজ এই একাদশ সাজানোর দায়িত্বে ছিলেন।

অংশগ্রহণকারী দেশগুলো থেকে সর্বোচ্চ একজন ক্রিকেটার নেয়ার সুযোগ ছিলো। ফলে, কোনো দেশেরই একাধিক ক্রিকেটার সুযোগ পায়নি ড্রিম ইলেভেন তথা স্বপ্নের একাদশে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে স্কাই স্পোর্টসের স্বপ্নের একাদশে রয়েছেন সাকিব আল হাসান।

নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, বাংলাদেশের সাকিব আল হাসান ও আফগানিস্তানের নূর আহমেদের মধ্য থেকে নাসের বেছে নেন সাকিবকে। একাদশে পেস বোলার হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও ভারতের বুমরাহকে। ওপেনিংয়ে রয়েছে চমক।

জস বাটলারের সঙ্গে ওপেনার হিসেবে রাখা হয়েছে আয়ারল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার স্টার্লিংকে। অস্ট্রেলিয়া থেকে ড্রিম ইলেভেন একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন জাম্পা। আফগানিস্তানের রশিদ খানের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের রাসেলও রয়েছেন দলে। 

এক নজরে স্কাই স্পোর্টসের ড্রিম ইলেভেন- জস বাটলার, পল স্টার্লিং, গ্লেন ফিলিপস, হেইনরিখ ক্লাসেন, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, অ্যাডাম জাম্পা, রশিদ খান, মাথিশা পাথিরানা, শাহিন শাহ আফ্রিদি ও জাসপ্রিত বুমরাহ।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান