, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশ খুবই বিপজ্জনক দল: যুবরাজ

  • আপলোড সময় : ০২-০৬-২০২৪ ০৪:০২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৪ ০৪:০২:৩৪ অপরাহ্ন
বাংলাদেশ খুবই বিপজ্জনক দল: যুবরাজ
এবার প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে এবারের টুর্নামেন্টে কোনো দল কেমন ফেবারিট, সেই আলোচনা আরও আগে থেকেই চলছে। সেদিক থেকে হয়তো বাংলাদেশকে নিয়ে খুব বেশি আশা দেখার সুযোগ কম।

তাদের সাম্প্রতিক পারফরম্যান্সই যে আশা জাগানিয়া নয়। সুপার এইটে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাওয়া টাইগারদের নিয়ে কথা বলেছেন সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সাবেক এই ভারতীয় অলরাউন্ডার আইসিসির শুভেচ্ছাদূত হয়েছেন।

বিভিন্ন দলের বিষয়ে মন্তব্য করার একপর্যায়ে তিনি বাংলাদেশের সম্ভাবনা নিয়েও কথা বলেন। সেখানেই যুবরাজ জানান– টাইগারদের সামর্থ্য থাকলেও, ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে। এমনকি বাংলাদেশকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে অতীতে ‘অঘটন’ ঘটানোর কথাও স্মরণ করিয়ে দেন সাবেক এই তারকা।

যুবরাজ বলেন, ‘বাংলাদেশের সম্ভাবনা আছে। তারা খুবই বিপজ্জনক দল। আগেও বেশ কিছু অঘটন ঘটিয়েছে তারা। তবে বিশ্বকাপ জিততে হলে আপনাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। যা বাংলাদেশ করতে পারছে বলে আমি দেখিনি। আমার মনে হয় তাদের সেই সামর্থ্য আছে। আপনাদের অপেক্ষা (কী ঘটে দেখার জন্য) করতে হবে এবং দেখতে হবে।’

তিনি বলেন, ‘ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং নো অস্ট্রেলিয়ানন্স (অস্ট্রেলিয়া বাদে অন্য কোনও দল)।’ তবে যুবরাজের নজর ভারত–পাকিস্তান ম্যাচের (৯ জুন) দিকে, ‘আমি সেদিকেই তাকিয়ে আছি। আসলে ভারত-পাকিস্তানের ম্যাচ কখনও (মাঠে এসে) দেখিনি। আমি খেলেছি এমন ম্যাচ আছে, আর টিভিতে দেখেছি। মাঠে এসে এবারই প্রথম দেখব। চাপটা কেমন তাই জানি না।’

যুবরাজ বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের বড় টুর্নামেন্ট জেতার আত্মবিশ্বাস আছে। ভারত যদি নিজের ওপর বিশ্বাস রাখে এবং তারা যদি তাদের পূর্ণ সামর্থ্য অনুযায়ী খেলে, তাহলে শিরোপা জিততে পারে। ভরত আইসিসি ট্রফি জিতেছে অনেকদিন হয়ে গেছে। আশা করছি এবার আমাদের দল এই অপেক্ষার অবসান ঘটাবে। আমার প্রত্যাশা (ফাইনালে খেলবে) ভারত এবং সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তান, তবে অস্ট্রেলিয়া নয়।’

তিনি আরও বলেন, ‘এখানে (আমেরিকা) ক্রিকেটটা খুব ভালোভাবেই জনপ্রিয় হচ্ছে। তারা খুব ভালো আয়োজন করেছে এবং এখন পর্যন্ত সব ঠিকঠাক লাগছে। কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। আমেরিকার লোকদের আমি একটা কথাই বলব, দেখেন কত লোক আসছে খেলা দেখতে, আপনাদের যেসব আমেরিকান বন্ধু আছে ওদের মাঠে নিয়ে আসেন। ওদের বেসবলের মতো করে কীভাবে ক্রিকেট খেলে সেটাও দেখান।’
সর্বশেষ সংবাদ