, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চট্টগ্রামে ব্যাংকের লকার থেকে প্রায় দেড়শ ভরি স্বর্ণ উধাও, ক্ষতিপূরণ পাবে ভুক্তভোগী গ্রাহকরা

  • আপলোড সময় : ০২-০৬-২০২৪ ০৩:৩৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৪ ০৩:৩৩:৫৬ অপরাহ্ন
চট্টগ্রামে ব্যাংকের লকার থেকে প্রায় দেড়শ ভরি স্বর্ণ উধাও, ক্ষতিপূরণ পাবে ভুক্তভোগী গ্রাহকরা
এবার চট্টগ্রামের চকবাজার এলাকার ইসলামী ব্যাংকের শাখার লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণ গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আগামীকাল সোমবার (৩ জুন) আদালতে মামলা করার কথা জানিয়েছেন ভুক্তভোগী রাবেয়া বারী।

এদিকে ব্যাংকটির চকবাজার শাখার প্রধান এ এম শফিকুল মাওলা চৌধুরী বলেন, ভুক্তভোগী গ্রাহকের অভিযোগটি অভ্যন্তরীণভাবে তদন্ত করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। সোমবার (৩ জুন) তদন্তের অগ্রগতি ভুক্তভোগী গ্রাহককে জানানো হবে।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক লকারের কী রাখছেন এবং কতটুকু রাখছেন, সে ব্যাপারে কোনো রেকর্ড রাখা হয় না। শুধুমাত্র আগ্নেয়াস্ত্র ও দাহ্য পদার্থ না রাখার ব্যপারে একটি লিখিত নেয়া হয়।

তিনি আরও বলেন, এ রকম কোনো ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগী গ্রাহক ইন্স্যুরেন্স কাভারেজ পেয়ে থাকেন। এক্ষেত্রে ছোট লকারের জন্য ১ লাখ টাকা, মাঝারি লকারের জন্য ২ লাখ টাকা ও বড় লকারের জন্য তিন লাখ টাকা পাবেন গ্রাহক। অর্থাৎ, ভুক্তভোগী রাবেয়া প্রায় দেড়শ ভরি স্বর্ণ খুইয়ে পাবেন মাত্র দুই লাখ টাকা। কারণ মাঝারি আকারের লকার ছিল তার।

এর আগে, গত ২৯ মে স্বর্ণ গায়েবের বিষয়টি টের পান বলে জানান ভুক্তভোগী রাবেয়া বারী। পরে এ ঘটনায় চকবাজার থানায় সাধারণ ডায়েরি করতে গেলে বিষয়টি সামনে আসে।

এদিকে রাবেয়া বারী জানান, গত ১৭ বছর ধরে ইসলামি ব্যাংকের এই শাখার লকারে ১৬০ ভরি স্বর্ণ রাখা ছিল। এর মধ্যে লকারে মাত্র ১১ ভরি স্বর্ণ পান তিনি। চুরি হওয়া স্বর্ণের মধ্যে ৪০ পিস হাতের বালা, গলা ও কানের জড়োয়া সেট, হার, চেইন, আংটি ও কানের দুল ছিল বলেও জানান তিনি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস