, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করব: শান্ত

  • আপলোড সময় : ০২-০৬-২০২৪ ১০:৪৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৪ ১০:৪৩:৩১ পূর্বাহ্ন
বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করব: শান্ত
এবার ভারতের কাছে কাল প্রস্তুতি ম্যাচে ৬০ রানে হারার পর অবশ্য বাংলাদেশ অধিনায়ক নাজমুল আশার কথাই শোনালেন। মূল বিশ্বকাপে বিশেষ কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে কাল টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তুলেছে।

এর জবাবে বাংলাদেশের ব্যাটিংটা হয়েছে গড়পড়তারও নিচের মানের। ২০ ওভার টিকে থাকলেও ৯ উইকেটে মাত্র ১২২ রান তুলতে পেরেছে বাংলাদেশ।

এদিন ম্যাচ শেষে নাজমুল বলেছেন, ‘আমার মনে হয় না (পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয়েছে)। কিন্তু বোলাররা দারুণ করেছে। শরীফুল ও রিশাদ যেভাবে ওই দুই ওভার বোলিং করেছে, সেটা নিয়ে সত্যিই খুশি। কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি, বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করব।’

এদিকে প্রস্তুতি ভালো না হলেও মূল বিশ্বকাপে কীভাবে ভালো করবে বাংলাদেশ। নাজমুল এটারও একটা ব্যাখ্যা দিয়েছেন, ‘আগে কী হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’
 
শান্ত বলেন, ‘তাসকিন ও মোস্তাফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা দুজন যখন ফিরবে, তখন ভিন্ন কিছু হবে।’ শান্ত আরও বলেন, ‘আমার মনে হয়, সবাই প্রথম ম্যাচটা খেলার জন্য মুখিয়ে আছে। আমাদের ধৈর্য ধরতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। নিজেদের প্রস্তুত করার জন্য মাঝে আমাদের হাতে সাত দিন সময় আছে।’
তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা