এবার আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি দেখানো হয়েছে দু’লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যা মোট দেশ উৎপাদনের (জিডিপি) ৫.২ শতাংশ।
আজ বৃহস্পতিবার ১ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করছেন অর্থমন্ত্রী। এর আগে প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এদিকে বাজেট ঘাটতি জিডিপির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, স্বস্তির বিষয় হল- বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যেও আমাদের বাজেট কম-বেশি ৫ শতাংশের কাছাকাছি থাকছে। এছাড়াও মধ্যমেয়াদে রাজস্ব ও ব্যয় পরিকল্পনা যেভাবে করা হয়েছে তাতে বাজেট ঘাটতি জিডিপি’র ৫ শতাংশে সীমিত থাকবে।
মন্ত্রী গত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের কথা উল্লেখ করে বলেন, গত বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল দু’লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। আর জিডিপি ঘাটতি ছিল ৫.৫ শতাংশ।
এছাড়াও তিনি বলেন, সরকারের মোট ঋণ আন্তর্জাতিক টেকসই ঋণ ব্যবস্থাপনার নির্ধারিত মাপকাঠির বেশ নিচেই অবস্থান করছে।