, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিক্রি হচ্ছিল মরা গরুর মাংস, ম্যাজিস্ট্রেট দেখেই উধাও বিক্রেতা

  • আপলোড সময় : ০১-০৬-২০২৪ ০২:০৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৪ ০২:০৯:৪৯ অপরাহ্ন
বিক্রি হচ্ছিল মরা গরুর মাংস, ম্যাজিস্ট্রেট দেখেই উধাও বিক্রেতা
এবার সাতক্ষীরার কালিগঞ্জে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। পরে চার মণ মাংস মাটিতে পুতে ফেলা হয় ও প্রতিষ্ঠান সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১ জুন) সকালে উপজেলার জিরনগাছা বাজারে মাংস বিক্রির সময় ধরে ফেলে স্থানীয় জনতা। তবে পালিয়ে যায় বিক্রেতা। 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলীকে খবর দেয়া হয়। তিনি এসে মাংস মাটিতে পুতে ফেলেন।

এদিকে স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের শৃঙ্খলা গ্রামের মজারুল ইসলাম, মিলন সরদার ও মনসুর আলী ভোর ৫টার দিকে মরা গরু জবাই করেন। চার মণ মাংস নিয়ে জিরনগাছা বাজারে ভাই ভাই মাংসের দোকানে বিক্রি করেন।

বিষয়টি স্থানীয় জনতা বুঝতে পেরে মরা গরুর মাংস বিক্রিতে বাধা দেয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী ঘটনার সত্যতা স্বীকার করেন। জানান, প্রশাসনের লোকজন আসার খবরে পালিয়ে গেছে মাংস বিক্রেতা।  
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস