, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মালয়েশিয়া যেতে ব্যর্থ, বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

  • আপলোড সময় : ০১-০৬-২০২৪ ০১:১২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৪ ০১:১২:৩৭ অপরাহ্ন
মালয়েশিয়া যেতে ব্যর্থ, বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ
চলন্ত ট্রেন থেকে ভৈরবের মেঘনা নদীতে পড়ে মো. তানভীর (২১) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৩১ মে) বিকেল ৫টার দিকে ভৈরবের মেঘনা নদীর ওপর শহীদ হাবিলদার রেলওয়ে সেতু পাড়ি দেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ তানভীর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার দেব গ্রামের মেরাজ মিয়ার ছেলে।  জানা যায়, শুক্রবার বিকেলে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তানভীরের। কিন্তু অনিবার্য কারণে ফ্লাইট বাতিল হয়ে যায়।

এ জন্য ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে করে বাবার সঙ্গে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন তানভীর। পথে মেঘনায় রেলওয়ে সেতু পাড়ি দেয়ার সময় দরজা থেকে নদীতে পড়ে যান। পরে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
 
এদিকে ভৈরব নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, চলন্ত ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সন্ধানের জন্য অভিযান চালালে তার সন্ধান পাওয়া যায়নি।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান