এবার মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো-বাইডেন। তবে এই হামলার অনুমতির পরই খারকিভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।
গতকাল শুক্রবার (৩১ মে) সকালের এই হামলা করা হয় বলে জানিয়েছেন খারকিভের স্থানীয় গভর্নর ওলেগ সিনেগুবভ। তিনি টেলিগ্রামে এই তথ্য জানান।
তিনি বলেন, আহতদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন, এছাড়া এতে একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও বলেন, শত্রুরা আবারও ডাবল হামলার কৌশল নিয়েছে। হামলার পর সেখানে জরুরি সেবাদানকারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা ছিল।
এদিকে খারকিভের গভর্নর ইগর তেরেখভ বলেন, আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকতে পারে। তিনি বলেন, সেখানে কোনো সামরিক স্থাপনা ছিল না, কোনো সৈন্য ছিল না।
ইউক্রেনের দ্বিতীয় বড় শহর খারকিভ। শহরটি রাশিয়ার সীমান্ত ঘেঁষে অবস্থিত হওয়ায় প্রায়ই পুতিন প্রশাসনের হামলার শিকার হয়ে থাকে।