, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাতে ভারত-বাংলাদেশ লড়াই, দেখবেন যেভাবে

  • আপলোড সময় : ০১-০৬-২০২৪ ১০:২৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৪ ১০:২৮:১৫ পূর্বাহ্ন
রাতে ভারত-বাংলাদেশ লড়াই, দেখবেন যেভাবে
এবার নিউইয়র্কে প্রথমবারের মত অনুশীলন করেছে বাংলাদেশ দল। ক্যান্টিয়াগুয়া পার্কে প্র্যাক্টিস সেশন ছিল ক্রিকেটারদের। এদিন রান ক্ষরা কাটাতে ব্যাট হাতে দীর্ঘসময় নেটে ঘাম ঝরিয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকাররা। ফিটনেস নিয়ে কাজ করেছেন তাসকিন, মাহমুদউল্লাহ। ফিল্ডিং নিয়ে আলাদাভাবে সময় দিয়েছেন সহকারী কোচ নিক পোথাস। 

এদিকে আজ শনিবার (১ জুন) নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। যদিও বৈরি আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা হয়নি প্রথম ম্যাচ।

এশিয়ার দুই প্রতিবেশীর প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ভারতে আইসিসির ইভেন্ট সম্প্রচার স্বত্ব পাওয়ায় বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে এ চ্যানেলে। পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টার তো রয়েছেই।

আগামীকাল রোববার (২ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। একই দিন রাত সাড়ে ৮টায় দিনের দ্বিতীয় ম্যাচে গায়ানার প্রভিডেন্সে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। 
 
আগামীকাল ২ জুন বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ১০ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ড ও ১৭ জুন চতুর্থ ও শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেপাল। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান