, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


অবশেষে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিলেন বাইডেন

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৪ ০৪:৩০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৪ ০৪:৩০:১৮ অপরাহ্ন
অবশেষে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিলেন বাইডেন
এবার মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো-বাইডেন। তবে এই হামলার অনুমতি শুধুমাত্র ইউক্রেনের খারকিভ অঞ্চলের আশপাশে দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ইউক্রেন অস্ত্রগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারছে কিনা তা নিশ্চিত করতে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

সম্প্রতি রাশিয়ার সীমান্ত অঞ্চল খারকিভে হামলার পরিমাণ বাড়িয়েছে পুতিন প্রশাসন। এতে তারা বেশ বড় ধরনের সাফল্যও পেয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, শুক্রবার খারকিভে একটি আবাসিক ভবনে রুশ হামলায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং এতে আহত হয়েছেন অন্তত ১৬ জন।

এদিকে মার্কিন কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, দূরপাল্লার মিসাইল হামলা বা আর্মি ট্যাক্টিকাল মিসাইল সিস্টেম দিয়ে রাশিয়ার হামলা না করার নীতি এখনও পরিবর্তন হয়নি।

নতুন নীতি অনুযায়ী ইউক্রেন রুশ বিমানে হামলা করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে জানানো হয়, ইউক্রেনকে আক্রমণ করতে আসছে এমন রুশ বিমানকে তারা দেশটির ভূখণ্ডের ভেতর ভূপাতিত করতে পারবে। তবে এ বিষ্যে হোয়াইট হাউজ এবং স্টেট ডিপার্টমেন্টের তাৎক্ষনিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লামিদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। সতর্ক করে পুতিন বলেন, তাদের বোঝা উচিত তারা কী নিয়ে খেলছে। তিনি বলেন, ইউরোপের বহু দেশে ছোট ছোট অঞ্চল রয়েছে এনং ঘন বসতি রয়েছে।
সর্বশেষ সংবাদ