, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, কাল থেকে কার্যকর

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৪ ১০:১৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৪ ১০:১৬:৩৫ পূর্বাহ্ন
বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, কাল থেকে কার্যকর
এবার আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার পেট্রোল ও অকটেনের দাম আড়াই টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা বাড়ানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে এসব জানানো হয়। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার পেট্রোল ১২৭ টাকা, অকটেন ১৩১ টাকা এবং ডিজেল ও কেরোসিন ১০৭ টাকা ৭৫ পয়সায় কিনতে হবে ভোক্তাদের। নতুন এই মূল্য শনিবার (১ জুন) থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, বর্তমানে প্রতি লিটার পেট্রোল ১২৪ টাকা ৫০ পয়সা, অকটেন ১২৮ টাকা ৫০ পয়সা এবং ডিজেল ও কেরোসিন ১০৭ টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম বাড়ায় শনিবার থেকে জ্বালানি তেলে বাড়তি খরচ গুনতে হবে ভোক্তাকে।

গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি বিভাগ জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করে। এ নির্দেশিকা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে।
সর্বশেষ সংবাদ
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে