, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ , ১৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


মেসি-ডি মারিয়াকে ছাড়াই অলিম্পিকে যাচ্ছে আর্জেন্টিনা

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৪ ১১:০৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৪ ১১:০৪:৩২ পূর্বাহ্ন
মেসি-ডি মারিয়াকে ছাড়াই অলিম্পিকে যাচ্ছে আর্জেন্টিনা
এবার গুঞ্জন উঠেছিলো আর্জেন্টিনার অলিম্পিক দলে খেলতে পারেন লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়া। তবে তা সত্য হয়নি। লিওনেল মেসি ও ডি মারিয়াকে ছাড়াই অলিম্পিকে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে দলে থাকছেন বিশ্বকাপ জয়ী দুই খেলোয়াড় নিকোলাস ওটামেন্ডি ও হুলিয়ান আলভারেস। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওআইসি স্পোর্টস।

এদিকে চলতি মাসের জুলাইয়ে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন অলিম্পিক। আসরটির ফুটবল ইভেন্টে লড়বে আর্জেন্টিনা ফুটবল দল। অলিম্পিকের নিয়ম অনুসারে নির্ধারিত বয়সের বাইরে স্রেফ তিন জন ফুটবলার খেলতে পারবে। সেই তিনজনের সুবিধা নিয়েছেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো।  

এই প্রতিবেদনে টিওয়াইসি জানায়, নিজ নিজ ক্লাব যথাক্রমে ম্যানচেস্টার সিটি এবং বেনফিকার সঙ্গে আলোচনা করে ইতিবাচক সাড়া পাওয়ায় আলভারেস ও ওটামেন্ডির অলিম্পিকে দলে খেলার স্বপ্ন জোরালো হয়। এরমধ্যেই একটি চুক্তি হয়েছে তাদের মধ্যে।

প্রতিবেদনে আরও জানিয়েছে, ওটামেন্ডির অলিম্পিক নিশ্চিত হলেও রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো ও নাহুয়েল মলিনার ভাগ্য খোলেনি। অলিম্পিকে খেলার আগ্রহ দেখিয়েছিলেন তারাও। বয়স সীমার বাইরে মাশ্চেরানো কেবল একজন ডিফেন্ডারকেই নিবেন বলে জানা গেছে।

তবে ২৩ বছরেরে চেয়ে বড় আরও একজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে পারবে আর্জেন্টিনা। অ্যাস্টন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এই দলে যোগ দিতে ইচ্ছুক। কিন্তু ক্লাব থেকে এখনও অনুমোদন পাননি তিনি। এই আসরের আগে কোপা আমেরিকায় অংশ নিতে হবে তাকে।

এছাড়া চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও অলিম্পিক ইভেন্টে থাকার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। তবে তার বয়স ২৩ এর কম হওয়ায় এমনিতেই জায়গা পেতে পারেন স্কোয়াডে। চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন তিনি। কোপা আমেরিকার দলে থাকা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে চেলসি থেকে অনুমোদন পেলে তাকে স্কোয়াডে রাখবেন মাশচেরানো।

এদিকে, চারটি রিজার্ভসহ ১৮ জনের চূড়ান্ত তালিকা আগামী ১ জুলাইয়ের মধ্যেই দিতে হবে মাশচেরানোকে। তখন চলবে কোপা আমেরিকার আসর। ২১ জুন থেকে আসরটি শুরু হয়ে চলবে ১৫ জুলাই পর্যন্ত। অন্যদিকে ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে অলিম্পিকের ফুটবল ইভেন্ট। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে মরক্কো, ইরাক এবং ইউক্রেন।
সাদিক এগ্রোর মালিক ইমরান লাপাত্তা

সাদিক এগ্রোর মালিক ইমরান লাপাত্তা