, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ , ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


'পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান'

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৪ ১০:০৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৪ ১০:০৯:৪৯ পূর্বাহ্ন
'পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান'
এবার পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, আইএইএ’র গোপন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থাটি জানিয়েছে, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা বেঁধে দেয়া মাত্রার চেয়ে ৩০ গুণ বেশি।

দেশটির কাছে ৬ হাজার কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে; যা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। ইরানের পরমাণু কর্মসুচি নিয়ে বিতর্ক চলে দীর্ঘদিনের। দেশটির দাবি, পরমাণু কর্মসূচির লক্ষ্য বেসামরিক এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহার। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শঙ্কা, সামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে ইরান।

এবার জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা বলছে, নির্ধারিত মাত্রার চেয়ে বহুগুণ বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান। দেশটির কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে- তা বেঁধে দেয়া মাত্রার চেয়ে অন্তত ৩০ গুণ বেশি। ২০১৫ সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে হওয়া চুক্তিতে মাত্রা বেঁধে দেয়া হয়েছিল।

এদিকে গোপন প্রতিবেদনে আইএইএ জানায়, ইরানের কাছে বর্তমানে ৪২ কেজি ইউরেনিয়াম রয়েছে যেগুলো ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ। এগুলো গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে ২০ কেজি বেশি। এছাড়া দেশটির কাছে ৬ হাজার কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে।

গেল মাসেও আইএইএ-এর পরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছিলেন, ইরানের কাছে পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। যা দিয়ে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করা সম্ভব।
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন, আলেম-ওলামা ও জনতার ঢল

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন, আলেম-ওলামা ও জনতার ঢল