, রবিবার, ৩০ জুন ২০২৪ , ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


গাড়ি চোরের গুলিতে প্রাণ গেল মার্কিন অভিনেতার

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৪ ১১:০৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৪ ১১:০৭:২৯ পূর্বাহ্ন
গাড়ি চোরের গুলিতে প্রাণ গেল মার্কিন অভিনেতার
এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মার্কিন অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা করেছে তিন গাড়ি চোর। এ ঘটনার সময় মার্কিন অভিনেতার গাড়ির একটি যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল তারা।

এ ঘটনাটি ওয়েস্ট পিকো বুলেভার্ড এবং দক্ষিণ হোপ স্ট্রিটের ডাউনটাউন এলএ-তে ঘটেছে। গুলি করার পর দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ৩৭ বছর বয়সী অভিনেতা তার ক্যাটালিক কনভারটার গাড়িটি পার্ক করেছিলেন নির্দিষ্ট স্থানে। কাজ থেকে ফিরে গাড়ির কাছে গেলে দেখেন ক্যাটালিক কনভারটারের যন্ত্রাংশ চুরি করছিল তিন চোর। এ সময় অভিনেতা তাদের বাধা দিতে গেলে গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এদিকে বিবিসি’কে দেয়া এক সাক্ষাতকারে তার এজেন্ট ডেভিড শাউল বলেন, ওয়াক্টরকে একজন ‘অসামান্য মানুষ’ ছিলেন। এদিকে, ওয়াক্টরের মা স্কারলেট জানান, বিষয়টিকে খুব হালকাভাবেই নিয়েছিলেন অভিনেতা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
অবসরের ঘোষণা দিলেন রোহিত-কোহলি

অবসরের ঘোষণা দিলেন রোহিত-কোহলি