, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আজ ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন, বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি

  • আপলোড সময় : ০১-০৬-২০২৩ ১০:০৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৩ ১০:০৫:৪২ পূর্বাহ্ন
আজ ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন, বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি
অবশেষে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। আজ বৃহস্পতিবার ১ জুন বিকালে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আসছে ২৬ জুন পাস হবে আগামী অর্থ বছরের বাজেট। এ বারের বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতির লাগাম টানা।

গতকাল বুধবার বিকালে অধিবেশনের শুরুতেই সর্বসম্মতিতে সদ্য প্রয়াত আকবর হোসেন পাঠান ফারুকের ওপর আনা শোক প্রস্তাব গৃহীত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সংসদের সদ্য প্রয়াত আকবর হোসেন পাঠান ফারুকের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা বলেন, বঙ্গবন্ধুর নামে সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা ও স্বাধীনতার চেতনাকে জাগ্রত করতে নায়ক ফারুক বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন।

এদিকে শোকপ্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা বলেন, প্রয়াত চিত্রনায়ক পাঠান ফারুক শুধু রাজনীতিই করেননি সাংস্কৃতিক জগতেও অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক জগতে বিরাট ক্ষতি হয়েছে।

অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার মধ্যেও সরকার দেশের অর্থনীতিকে প্রাণবন্ত রাখতে চেষ্টা করছে। এ ছাড়া জ্বালানি তেলে সরকার এখন সরাসরি কোনো ভর্তুকি দেয় না বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস