এবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিদেশি দলের পদচারণা নেই দীর্ঘদিন। অবশেষে, সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে খুলনাবাসীর জন্য। জুলাই মাসেই খুলনায় অনুষ্ঠিত হবে যুব দলের আন্তর্জাতিক সিরিজ, যেখানে বাংলাদেশের যুবারা লড়বে দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ৬ জুলাই। গতকাল বুধবার ৩১ মে সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের সময়সূচি প্রকাশ করে বিসিবি। সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১ জুলাই বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকার যুবারা।
এদিকে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ জুলাই। প্রথম তিনটি ম্যাচই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে।
সিরিজের শেষ দুই ম্যাচ হবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে, ১৪ ও ১৭ জুলাই। উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজেও ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল রাজশাহীতে।