, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘রেমাল’, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৪ ১০:০৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৪ ১০:০৯:০৪ পূর্বাহ্ন
দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘রেমাল’, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
এবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ শনিবার (২৫ মে) দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে প্রবলবেগে আঘাত হানতে পারে ‘রেমাল’ নামক এ ঘূর্ণিঝড়টি। বিষয়টি জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফরের পক্ষ থেকে আজ সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়। ফলে, দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়। মাছ ধরার যানগুলোকেও গভীর সমুদ্রে না যাওয়া এবং দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ে পরিণত হলে উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। সাথে থাকবে দমকা ও ঝড়ো হাওয়া।

বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে সাগরও রয়েছে উত্তাল।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা