, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রিকি পন্টিং

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ০৩:৩৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ০৩:৩৮:২৮ অপরাহ্ন
ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রিকি পন্টিং
সম্প্রতি ভারতের জাতীয় দলের কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিসিআই। এরপর বেশকিছু ভারতীয় সাবেক ক্রিকেটারসহ অনেক বিদেশি ক্রিকেটারেরও নাম আসে। কোচ করার আলোচনায় নাম আসে সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। তবে প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন পন্টিং।
 
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শেষ হচ্ছে বর্তমান ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ। চুক্তি নবায়ন করবেন না রাহুল তা আগেই জানিয়ে দিয়েছেন। যার কারণে নতুন কোচের সন্ধানে রয়েছে বিসিসিআই। কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে তারা।

এদিকে গুঞ্জনে শোনা গিয়েছিলো, ভারতের কোচ হওয়ার তালিকায় উপরের দিকেই ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। পন্টিংকে কোচ করার জন্য প্রস্তাবও দিয়েছিল বিসিসিআই। তবে তা ফিরিয়ে দিয়েছেন তিনি।  

কোচিংয়ের প্রস্তাব নিয়ে পন্টিং আইসিসিকে জানিয়েছেন, ‘আমি এই সংক্রান্ত অনেক রিপোর্ট দেখেছি। ঘটনা হচ্ছে নিজের জানার আগেই এসব বিষয় এখন সোশ্যাল মিডিয়াতে ছড়ায় বেশি। কিন্তু আইপিএলে খুব স্বল্প পরিসরে বিষয়টা নিয়ে মুখোমুখি আলোচনা হয়েছে। শুধু এটা জানার জন্য আমি আগ্রহী কিনা।’
 
রিকি পন্টিং আরও বলেন, ‘সিনিয়র জাতীয় দলের কোচ হতে ভালোই লাগবে আমার। তবে অন্যান্য যেসব ব্যস্ততা আমার আছে, পাশাপাশি কিছুটা সময় বাড়িতেও কাটাতে চাই। সবাই জানে যে, ভারতীয় দলের কোচ হলে আইপিএলে কোচিং করানো যায় না, এটাও তাই হিসেবের বাইরে চলে যাবে।

তাছাড়া, জাতীয় দলের প্রধান কোচ মানে বছরে ১০-১১ মাসের ব্যস্ততা। যতই এটার প্রতি আগ্রহ থাকুক, আমার এখনকার লাইফস্টাইল এবং যে ব্যাপারগুলো করতে আমি উপভোগ করছি, সেসবের সঙ্গে এটা খাপ খায় না।’ আইপিএল চলাকালে পন্টিংয়ের সাথে ছিলেন তার পরিবারের সদস্যরা। তার ছেলে ভারতের কোচ হওয়ার প্রস্তাবের বিষয়ে শুনতে পেরেই বলেছে, 'প্রস্তাব গ্রহণ করে নাও বাবা।' তবে পন্টিং নিশ্চিত করেছেন, তিনি ভারতের কোচ হচ্ছেন না।  
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস