, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি: জায়েদ খান 

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ০৩:২৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ০৩:২৬:৩৫ অপরাহ্ন
আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি: জায়েদ খান 
এখন জায়েদ খানকে নিয়ে আলোচনার শেষ নেই। তবে সে সবে নজর না দিয়ে নিজের কাজেই ব্যস্ত ঢাকাই সিনেমার এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের কাজের নানান খবর দেন তিনি। এবারে জেমসের সঙ্গে একটি পোস্ট করে আলোচনায় আছেন তিনি। লন্ডন উড়াল দিয়েছেন জায়েদ খার আর তার সঙ্গে ছিলেন দেশের আছেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস।

আগামী ২৬-২৭ মে লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গান গাইবেন জেমস এবং উপস্থাপনা করবেন জায়েদ খান। গতকাল (২২মে) সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেন জেমস ও জায়েদ খান। ছবির ক্যাপশনে জায়েদ খান লিখেছেন, ‘লন্ডন কলিং’।
 
এদিকে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ আয়োজনে অংশ নেয়া প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমে জায়েদ খান বলেন, আমি এখন শুধু দেশের দর্শকদের জন্য না। বিদেশেও প্রচুর ভক্ত তৈরি হয়েছে। তাদের ভালোবাসা নিতে ও দিতে আমাকে দেশের বাইরে নিয়মিত যেতে হচ্ছে। সেখানে গিয়ে দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি, তা অতুলনীয়। তাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি।
 
এদিকে জেমসের প্রসঙ্গে টেনে জায়েদ খান বলেন, আমাদের দেশের কিংবদন্তি তারকা জেমস ভাই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আমার উপস্থাপনায়। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। দেশে ফিরে আবার সিনেমা ও শোয়ের কাজ করব। সব মিলিয়ে ব্যস্ততা বেশ উপভোগ করছি।
 
কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরেছিলেন জায়েদ খান। সেবার তার সঙ্গে ছিলেন নুসরাত ফারিয়া। দেশ-বিদেশ মিলিয়ে ব্যস্ততায় কাটছে জায়েদের সময়। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি অভিনেতা জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। এর আগে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ দায়িত্ব পালনকালে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছিল।   
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস