, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


শান্তকে বিশ্রাম দিয়ে সাকিবকে নেতৃত্ব দিতে বললেন আশরাফুল 

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ০৩:১৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ০৩:১৫:৩৩ অপরাহ্ন
শান্তকে বিশ্রাম দিয়ে সাকিবকে নেতৃত্ব দিতে বললেন আশরাফুল 
গত ফেব্রুয়ারিতে নাজমুল হোসেন শান্তকে তিন ফর‌ম্যাটের অধিনায়ক ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সিরিজ খেলে টাইগাররা। সিরিজগুলোতে কয়েকটি জয় পেলেও নেতৃত্বে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন শান্ত।

উল্টো ব্যাট হাতেও নিজের আগের ফর্ম হারিয়ে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। এতে করে ক্রিকেট বোদ্ধা ও নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন শান্ত। এবার শান্তর এমন বাজে ব্যাটিং পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে আশরাফুল জানান শান্তকে বিশ্রাম দিয়ে সাকিবের কাঁধেই পুনরায় তুলে দেয়া হোকে বাংলাদেশের নেতৃত্ব। 

এ সময় মোহাম্মদ আশরাফুল বলেন, শান্ত নিজে থেকে দুইটা ম্যাচ বিশ্রাম নিয়ে অন্য কাউকে সুযোগ দিতে পারে। রাতারাতি একাদশে পরিবর্তন আনার পক্ষে আমি না। তারপরও আমার মনে হয় তানজিদ তামিমকে নিয়ে আসতে পারি। ম্যানেজমেন্ট সাহস করতে পারছেন না যেহেতু, ৭ ব্যাটার নিয়েই খেলবেন। সেহেতু একটাই পরিবর্তন হতে পারে-শান্তর জায়গায় তামিমকে আনা। 
 
আশরাফুলের কথা অনুসারে শান্ত যদি একাদশে না থাকেন তবে দলের নেতৃত্ব দেয়ার কথা সহ-অধিনায়কের। কিন্তু সহ-অধিনায়ক তাসকিন চোটের কারণে নেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। সেক্ষেত্রে আশরাফুলের মত টিম ম্যানেজমেন্টের উচিত বাকি দু’ম্যাচেই সাকিবকের কাঁধে তুলে দেয়া হোক নেতৃত্ব। 

সাবেক এ অধিনায়ক বলেন, অধিনায়কত্ব সাকিব করতে পারে, যেহেতু সহ-অধিনায়ক তাসকিন ইনজুরিতে। কোচ-ম্যানেজমেন্ট সাকিবকে অনুরোধ করতে পারে অধিনায়কত্বের জন্য। দ্বিতীয় ম্যাচে একটা পরিবর্তনই আনা যেতে পারে। শান্তর একটু বিশ্রাম প্রয়োজন, বাইরে থেকে খেলা দেখা প্রয়োজন। যেহেতু স্ট্রাগল করছে, বিশেষ করে এই ফরম্যাটে। 
 
এদিকে শান্তর বর্তমান ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে আশরাফুল বলেন, বিপিএলে তাকে (শান্ত) সবগুলো ম্যাচ খেলানো হয়েছে, এখানেই বড় ভুলটা হয়েছে। বিপিএলে ৫-৬ ম্যাচে বিশ্রাম দিলে ভালো ছন্দে আসার সুযোগ থাকত। শ্রীলঙ্কার বিপক্ষে একটা ফিফটি করলেও জিম্বাবুয়ের সঙ্গে এতটা ভালো করতে পারেনি। তার ব্যাটিং কনফিডেন্স খুব লো মনে হচ্ছে। 

অধিনায়ককে ম্যাচে ভালো কিছুর তাগিদ দিয়ে আশরাফুল বলেন, পারফর্ম না করলে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া খুবই কঠিন। কীভাবে পারফর্ম করবেন আপনাকেই বের করতে হবে। 
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা