, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

  • আপলোড সময় : ০১-০৬-২০২৩ ০৯:১৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৩ ০৯:১৪:০৫ পূর্বাহ্ন
বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম
এবার যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে নির্বাচনের বছরে মূল্যস্ফীতির চাপ, এরিমধ্যে উচ্চ রাজস্ব আদায় করে অর্থনীতিতে গতি ও ভারসাম্য রাখার প্রয়াস; এই দুই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আগামী বাজেটে ব্যাপকভাবে শুল্ক-করের হেরফের হতে পারে। এই অভিঘাতে যেমন বাড়তে পারে অনেক পণ্যের দাম, তেমনি কমতেও পারে অনেক পণ্যের মূল্য। 

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, যেসব পণ্যের দাম কমতে পারে, সেসবের মধ্যে রয়েছেঃ 

# মিষ্টির দাম কমতে পারে। কারণ মিষ্টির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে সাত শতাংশ করা হতে পারে। 

# এবারের বাজেটে মাংস ও মাংসজাত পণ্যকে নিত্যপণ্যের ক্যাটাগরিতে আনার প্রস্তাব আসতে পারে। এর উদ্দেশ্য নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়া পণ্যটির দাম কমিয়ে আনা। এ পণ্যের উৎসে অগ্রিম আয়কর সাত শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করা হতে পারে। অগ্রিম আয়কর কমালে মাংসের দাম কমতে পারে।

# কমতে পারে দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইচ-সকেটের দাম। দেশীয় উৎপাদনকে আরও উৎসাহিত করতে আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক ২০-২৫ শতাংশ শুল্ক রয়েছে। বাজেটে এই শুল্কহার কমিয়ে ১০ থেকে পাঁচ শতাংশ করা হতে পারে। 

# আসন্ন বাজেটে অভিজাত বিদেশি কাপড় আমদানির ওপর শুল্ক কমানো বা অব্যাহতি দেওয়া হতে পারে। 
 
# ই-কমার্সের ডেলিভারি চার্জ কমতে পারে। বর্তমানে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে তাদের বিক্রির উপর পাঁচ শতাংশ হারে ভ্যাট, ডেলিভারি চার্জের উপর ১৫ শতাংশ হারে ভ্যাট এবং বাড়ি ভাড়ার উপর পাঁচ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর দাবি মেনে নিয়ে বিক্রির উপর পাঁচ শতাংশ হারে ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস