, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৮:৪২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ০৮:৪২:৩৯ অপরাহ্ন
বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড
এবার মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বগুড়ায়। বুধবার (২২ মে) সকাল সাতটা থেকে প্রায় দুঘণ্টা মুষলধারে বৃষ্টি হয় উত্তরের এ জেলায়। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল থেকে বগুড়ায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ।

এর আগে, গত বছরের ১২ মে জেলায় সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর এমন বৃষ্টি খানিকটা স্বস্তি ছড়ালেও, টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকাসহ প্রধান সড়কগুলো।

এদিকে জেলা শহরের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা থাকায় বৃষ্টির কারণে শহরের কাজী নজরুল ইসলাম সড়ক, চকযাদু সড়কসহ বিভিন্ন সড়কে পানি জমে থাকে দীর্ঘ সময় ধরে। তবে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমেছে বলেও জানা যায়।

উল্লেখ্য, আবহাওয়া অধিদফতরের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলো মাঝারি ধরনের বৃষ্টি। মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলতে বোঝায় ২৩ থেকে ৪২ মিলিমিটার। ভারী বৃষ্টি হলো ৪৪ থেকে ৮৮ মিলিমিটার। আর বৃষ্টি যদি ৮৮ মিলিমিটারের বেশি হয়, তবে তা অতি ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান