, রবিবার, ১৬ জুন ২০২৪ , ১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


হিটস্ট্রোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শাহরুখ খান

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৮:৩৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ০৮:৩৮:০৬ অপরাহ্ন
হিটস্ট্রোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শাহরুখ খান
এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। তাকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস’র।

গতকাল মঙ্গলবার (২১ মে) গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল এবারের আইপিএলের কোয়ালিফায়ার-১। সেখানেই কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ।

সে ম্যাচে জয় পায় বলিউড বাদশাহর দল। মাঠে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়। এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন কিং খান। জানা গেছে, হাঁসফাঁস গরমে হিট স্ট্রোক হয়েছে তার।

আজ বুধবার (২২ মে) শাহরুখ কন্যা সুহানার জন্মদিন। মেয়ের জন্মদিনে অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্ত- অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অনেকেই সমাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন।