এবার চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় গিয়ে নিউটাউন এলাকায় খুলনার ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ার উল আজিম খুন হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা ২৪x৭ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে স্থানীয় পুলিশ।
গত ১২ মে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় যান আনোয়ার উল আজিম। এরপর থেকে আর তার খোঁজ মেলে না। ফোন করলেও বারবার রিং হয়ে কেটে যায়। সাংসদের শেষ মোবাইল লোকেশন দেখাচ্ছিল ভারতের বিহারে। গত ১৪ মে থেকে তার ফোন বন্ধ হয়ে যায়।
গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় এসে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন তিনি। ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। সাংসদের মেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে অভিযোগ জানান।
পুলিশ জানিয়েছে, গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয় যে সে নয়াদিল্লি চলে গেছে। এরপর জানা যায়, তিনি ১৩ মে কলকাতার নিউটাউনের একটি বাড়িতে যান, সেই বাড়িতেই তাকে খুন করা হয়।
পুলিশের দাবি, নিউটাউনে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটা নাকি একজন এক্সাইজ অফিসারের। ধারণা করা হচ্ছে, ভাড়া নেওয়া বাড়িতে ডেকে এনে খুন করা হয়েছে সাংসদকে। খুনের দিন এই বাড়িতে মহিলাসহ একাধিক লোকজন ছিলেন বলে জানিয়েছে কলকাতা ২৪x৭। কিন্তু সাংসদের রহস্যজনক মৃত্যুর পর সবাই নাকি ভারত থেকে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ।