এবার সব শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। মঙ্গলবার (২২ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত পৌনে ১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট সহকারি রিটার্নিং কর্মকর্তা।
এদিকে ঘোষিত ফলাফলে দেখা যায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের প্রার্থীদের হারিয়ে বিজয়ের মালা ছিনিয়ে নিয়েছেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য (বহিস্কৃত) ১ম যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু। তিনি ২৫ হাজার ১৫৯ (চিংড়ি) ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। তিনি পেয়েছেন ২১ হাজার ৭৫১ (ঘোড়া) ভোট। এছাড়াও সুলতান মাহমুদ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৫৬৩ ভোট। নুর উদ্দিন চৌধুরী দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৯৪২ ভোট।
ইমদাদুর রহমান মুকুল হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৪৭ ভোট। বোরহান উদ্দিন চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৭৬ ভোট। এছাড়াও শাহ আবুল খায়ের ১ হাজার ৯৫০ ও মোস্তফা কামাল ১ হাজার ৯০৫ ভোট পেয়েছেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাইফুল জাহান চৌধুরী। তিনি পেয়েছেন ৩৯ হাজার ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্দিকুর রহমান চৌধুরী পেয়েছেন ১৮ হাজার ৪৪১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শেখ ছইফা রহমান কাকলী। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৬১৫ ভোট। অপর প্রার্থী নাজমা বেগম পেয়েছেন ২৩ হাজার ৫৪৪ ভোট।