, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভয়াবহ ঝাঁকুনি, ৩১ যাত্রী হতাহত

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৭:৩১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৭:৩১:৫৯ অপরাহ্ন
মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভয়াবহ ঝাঁকুনি, ৩১ যাত্রী হতাহত
এবার মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সে হঠাৎ করে একাধিক ঝাুঁকনির ঘটনায় এক যাত্রী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। বিমানটি লন্ডন থেকে সিঙ্গাপুরে আসার পথে এ ঘটনা ঘটে। খবর বিবিসি

আজ মঙ্গলবার (২১ মে) স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে ব্যাংককে অবতরণ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭-৩০০ইআর-এর ওই বিমানটিতে ঝাঁকুনি হয়। সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্র ছিলেন। যাত্রী নিহতের ঘটনায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। 

এদিকে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, তারা থাই কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন এবং যাত্রীদের জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে। এছাড়া অতিরিক্ত সহায়তার জন্য ব্যাংকক থেকে আরও একটি দল পাঠানো হচ্ছে। 

এদিকে থাই কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে সুবর্নভূমি এয়ারপোর্টে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে।ওই বিমানে হঠাৎ কী হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু বলা হয়নি। 
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’