, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৯:০২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৯:০২:০৪ পূর্বাহ্ন
দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
এবার দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (২০ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ বিষয়ক বিবৃতি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার ওই বিবৃতিতে বলেন, উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।

তার কার্যকলাপ, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনসাধারণের আস্থার অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে দেশটির ফরেইন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারা অনুযায়ী আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানায় মার্কিন পররাষ্ট্র দফতর।
সর্বশেষ সংবাদ