, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জয়পুরহাটে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৯

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৩ ১২:৩০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৩ ১২:৩০:৩০ অপরাহ্ন
জয়পুরহাটে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৯
জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে আহত হয়েছেন ২৯ জন যাত্রী। আজ শুক্রবার (২৮ এপ্রিল) ভোর রাতে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, ঈদের ছুটি শেষে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার যাত্রী নিয়ে 'আনাস পরিবহন' নামের বাসটি ঢাকা যাচ্ছিল। জয়পুরহাটের গতনশহর এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে ২৯ যাত্রী আহত হয়। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন।  আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া