চলমান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিং করে নজর কেড়েছিল তরুণ অজি ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। অনেকেই ধারণা করেছিলেন বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন তিনি।
তবে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শদের ধারাবাহিকতায় সুযোগ হয়নি অস্ট্রেলিয়ার হয়ে দুইটি ওয়ানডে খেলা ম্যাকগার্কের। তবে কেউ চোটে পড়লে হয়ত কপাল খুলতে পারে ম্যাকগার্কের।
কারণ, ভ্রমণ রিজার্ভ হিসেবে দুইজনের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আইপিএলে দুর্দান্ত খেলা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের সাথে আছেন ম্যাথু শর্ট। স্কোয়াডে থাকা কোন ক্রিকেটার চোটে পড়লে সুযোগ পাবেন তারা।
এদিকে অস্ট্রেলিয়ার নির্বাচকদের প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, দলের সাথে এক রিজার্ভ খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা থাকলেও ফ্রেজার-ম্যাকগার্কের ফর্ম তাকে দলে সুযোগ করে দিয়েছে।
তাছাড়া স্কোয়াডে বাড়তি স্পিনার রাখেনি অজিরা। সুযোগ হয়নি গত ওয়ানডে বিশ্বকাপে দলের সাথে থাকা তানভীর সাঙ্ঘার। এছাড়া আইপিএলে না খেলা খেলোয়াড়দের নিয়ে ব্রিসবেনে ক্যাম্পে থাকলেও শেষ পর্যন্ত সুযোগ হয়নি ম্যাথিউ কুনেম্যানের।
স্কোয়াডে সুযোগ না পেয়ে নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন ম্যাথু শর্ট । অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ ১৪ টি-টোয়েন্টির নয়টিতেই বিভিন্ন পজিশনে খেলেছেন তিনি। পাশাপাশি অফ-স্পিন বলও করেন তিনি। স্কোয়াডের সাথে বাড়তি পেসার রাখেনি অজিরা। স্কোয়াডে থাকা চারজনের বাইরে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন বোলিংয়ের পাশাপাশি দলের ব্যাটিংয়েও গভীরতা বাড়াবেন।
অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, নাথান এলিস, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স।
রিজার্ভ: জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক ও ম্যাথু শর্ট