, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বেঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন গেইল?

  • আপলোড সময় : ২০-০৫-২০২৪ ০৮:৪৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৪ ০৮:৪৬:৪৫ পূর্বাহ্ন
বেঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন গেইল?
এতদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে লম্বা সময় খেলেছেন ক্রিস গেইল। আইপিএলে নিজের শেষটাও করেছেন এই ফ্যাঞ্চাইজিটির হয়ে। তাই দলটার প্রতি বাড়তি টান আছে তার। যে টানে সেই ক্যারিবিয়ান অঞ্চল থেকে ভারতে এসেছেন গ্যালারিতে বসে বেঙ্গালুরুর খেলা দেখতে। জানিয়েছেন, সম্ভব হলে এখনও বেঙ্গালুরুর জার্সিতে মাঠে নামতে চান।

গতকাল বেঙ্গালুরু আগে ব্যাটিং করে ২১৮ রান করেছিল। চেন্নাই যদি ২০১ রানও করতে পারতো অর্থাৎ ১৮ রানের চেয়ে কম ব্যবধানে হারতো তাহলে প্লে অফে চলে যেতো গায়কোয়াড়ের দল। তবে সেটা পারেনি তারা। ফলে টানা ছয় ম্যাচ জিতে প্লে অফে পা রেখেছে বেঙ্গালুরু।

এদিকে রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়ে প্লে-অফ নিশ্চিত করা কোহলিদের ড্রেসিং রুমেও ছিলেন গেইলও। কোহলিতো বুকে জড়িয়ে নিলেন সাবেক এই সতীর্থ। পেসার মোহাম্মদ সিরাজতো মাঠ থেকেই দিলেন স্যালুট, ছুঁড়লেন উড়ন্ত চুমু। 
 
আরসিবির সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে দেওয়া সাক্ষাৎকারে ৪৪ বছর বয়সী গেইল মজা করেই বললেন, আরসিবির হয়ে আবার মাঠে নামার কথা। গায়ের জার্সিটা ফিট হয়েছে, চাইলে তাকে নাকি ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামাতে পারে ব্যাঙ্গালুরু। 

তিনি বলেন, 'আপনারা দেখতেই পাচ্ছেন জার্সি এখনো ফিট আছে। আরসিবির যদি প্রয়োজন হয় তাহলে আমি ইমপ্যাক্ট খেলোয়াড় হতেই পারি। সমর্থকদের এভাবে দেখাটা দারুণ। আরসিবি চিরকাল, আমি আজীবন আরসিবির সমর্থক থাকব।’
 
এদিকে ব্যাঙ্গালুরুকে সমর্থন দিতে মাঠে এসে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন গেইল। চেন্নাইয়ের বিপক্ষে সমীকরণ মিলিয়ে জিততে হত কোহলিদের। সেই সমীকরণ মিলিয়ে প্রথম ৮ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া ব্যাঙ্গালুরু নিশ্চিত করলো প্লে অফ।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান