, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বজ্রাঘাতে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ০৯:৩৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ০৯:৩৫:০৮ অপরাহ্ন
বজ্রাঘাতে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
এবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ও ঘোপাল ইউনিয়নের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মাহাদী হাসান (২৩) ও মোহাম্মদ অভি (১৫) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) দুপরে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রোববার দুপুরে কালবৈশাখী ঝড়ের মধ্যে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে অনার্স প্রথম বর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী মাহাদী হাসান (২৩) মৃত্যু হয়। 

এদিকে নিহত মাহাদী হাসানের বাবা আতিকুর রহমান জানান, বজ্রাঘাতে আহত ছেলেকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে কালবৈশাখী ঝড়ের মধ্যে ঘোপাল ইউনিয়নে লাঙ্গলমোড়া গ্রামে বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মোহাম্মদ অভি (১৫) নামে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঝড়ের মধ্যে গরু আনার জন্য অভি বাড়ির পাশে জমিতে যায়।

গরু চলে এলেও কয়েক ঘণ্টা পরেও অভি বাড়িতে না আসায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে। মাঠে গিয়ে দেখেন অভির নিথর দেহ পড়ে আছে। পরে তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মিরসরাই উপজেলার মোস্তাননগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত অভি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও লাঙ্গলমোড়া ছয় নম্বর ওয়ার্ডের ফজলুল করিমের বড় ছেলে। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার জানান, নিহত মাহাদী হাসান এলাকায় ভালো শিক্ষার্থী ছিলেন এবং তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম জানান, ঝড়ের মধ্যে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মোহাম্মদ অভি নামে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদিকে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম জানান, ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে ও ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে বজ্রাঘাতে মেহেদী হাসান ও মোহাম্মদ অভি নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। 
সর্বশেষ সংবাদ