, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ , ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল শেষে দুই গ্রুপের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ০৮:৩৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ০৮:৩৭:০৭ পূর্বাহ্ন
স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল শেষে দুই গ্রুপের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল শেষে সংগঠনটির দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে মেহেদি হাসান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের ১১ নং গেটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেদির গ্রামের বাড়ি জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলার পুল্লাকান্দি গ্রামে। সে মো. আবু হানিফ ও লিপি শিকদার দম্পতির সন্তান। বর্তমানে তারা ভাটারা এলাকায় বসবাস করতো।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল শেষে নিজ এলাকায় পায়ে হেঁটে ফিরছিলেন ও মেহেদি ও তার সহকর্মীরা। এসময় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানে থাকা অন্য একটি দলের সাথে তাদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এর পরে, প্রতিপক্ষকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে নিলে মেহেদীসহ অন্যান্যরা প্রতিরোধ করার চেষ্টা করে। একপর্যায়ে প্রতিপক্ষের চাকুর আঘাতে আহত হয় মেহেদী। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার ভাইরাল অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ গ্রেফতার ১০

শেখ হাসিনার ভাইরাল অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ গ্রেফতার ১০