এবার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে চাই হয়ে গেছে ১০টি বসতঘর। আজ শনিবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামের হুমায়ুন কবিরের বাড়ি থেকে এই আগুনের ঘটনা ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরেগুলোতে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়রা জানান, হূমায়ুন কবির নামে একজনের রান্নাঘরে প্রথমে আগুন লাগে। এরপর তা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আরও অন্তত ১৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
জামালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উত্তম সরকার বলেন, যেখানে আগুন লেগেছে ফায়ার সার্ভিস যেতে যেতে আগুনে ঘর পুড়ে গেছে। দুর্গম এলাকা হওয়ায় আগুন লাগার পর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ নেভানোর পর তদন্ত করে জানা যাবে বলেও জানান তিনি।