, বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ , ২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৪ ০১:১৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৪ ০১:১৫:৩১ অপরাহ্ন
বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
এবার কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে স্বস্তি মিলতে শুরু করেছে। তবে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার (১৮ মে) সময় সংবাদকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
 
তিনি বলেন, আগামী সোমবারের (২০ মে) পর থেকে দেশে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এ সময় সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে লঘুচাপটি কোন দিকে যাবে, তা এখনও বলা যাচ্ছে না।
 
এদিকে মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, লঘুচাপটি নিম্নচাপে রূপ নেবে কিনা বলা যাচ্ছে না। যেহেতু এখনও সাগর শান্ত আর নিম্নচাপ হবে কিনা তা নিশ্চিত নয়, তাই বড় সাইক্লোন হবে কিনা বলা যাচ্ছে না।
 
তিনি বলেন, ‘এপ্রিল ও মে মাসে সাধারণত দেশে সাইক্লোন হয়। এ বছরও তার ব্যতিক্রম নয়। তবে বঙ্গোপসাগরে সাইক্লোন সৃষ্টি হলে এর প্রভাব বাংলাদেশ, ভারতসহ আশেপাশের দেশগুলোর ওপর পড়ে। যদি ভারতের দিকে যায়, তাহলে তাহলে বাংলাদেশে প্রভাব কম থাকে’, 
 
তিনি আরও জানান, ঢাকা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত কয়েক দিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাত হলে হিট এলার্ট কিছুটা শিথিল হবে। তবে কিছু কিছু জেলায় হিট এলার্ট জারি থাকবে।