, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৪ ০৮:১৬:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৪ ০৮:১৬:০৮ পূর্বাহ্ন
নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েক মৌসুম মাতিয়েছেন সাকিব আল হাসান। গত আসরে না খেললেও কেকেআরের স্কোয়াডে ছিলেন। টাইগার অলরাউন্ডার আবারও ফিরছেন নাইট রাইডার্সে। তবে আইপিএলে নয়, এবার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলবেন লাল সবুজের পোস্টারবয়।

এদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে গড়াবে এমএলসি’র দ্বিতীয় মৌসুম। সরাসরি সাইনিংয়ে সাকিবকে দলে টেনেছে দলটি। শুক্রবার নিশ্চিত করেছে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।

বিবৃতিতে নাইট রাইডার্স গ্রুপ জানিয়েছে, ‘নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘদিনের, তিনি কেকেআরকে বিভিন্ন মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। এরমধ্যে রয়েছে আমাদের দুটি চ্যাম্পিয়নশিপ, ২০১২ ও ২০১৪ আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের বেগুনী-সোনালী জার্সিতে আবারও তাকে দেখার তর সইছে না।’

এদিকে নাইট রাইডার্স গ্রুপের অধীনে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স ও আইএল টি-টুয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স খেলে আসছে। এমএলসির প্রথম মৌসুমে ভালো করতে পারেনি লস অ্যাঞ্জেলেস। পয়েন্ট তালিকার সবার নিচে থেকে শেষ করেছিল আসর।
 
সাকিব ছাড়াও লস অ্যাঞ্জেলেসের স্কোয়াডে আছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়, স্পেন্সার জনসন, উন্মুক্ত চাঁদ, সাইফ বদর, নিতীশ কুমার ও আলী খান। গত ২১ মার্চ এমএলসির প্লেয়ার্স ড্রাফট হয়েছিল, তবে অতিরিক্ত ড্রাফট খোলা রয়েছে ১৬ জুন পর্যন্ত।

আগামী ৫ জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এমআই নিউইয়র্ক ও সিয়েটল ওরকাস। একইদিন সন্ধ্যায় টেক্সাস সুপার কিংসের মুখোমুখি হবে সাকিবদের নাইট রাইডার্স। ২৯ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ