, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


আজ প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০২:৪৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০২:৪৫:০৯ অপরাহ্ন
আজ প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি। এরপর নানাভাগে বিভক্ত আওয়ামী লীগের হাল ধরেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে দিয়েছেন নেতৃত্ব, গত দেড় দশক ধরে ক্ষমতায় থেকে  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে তাকে প্রবাসেই কাটাতে হয়।

গত ১৯৮১ সালের ১৭ মে বিকাল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা।  বিরুপ আবহাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানায় লাখো মানুষ। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে লাখো জনতার সংবর্ধনায় পিতার হত্যার প্রতিশোধ এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় জানান শেখ হাসিনা।  

এদিকে চার দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন, আর প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন পঞ্চমবারের মত। তার নেতৃত্বে স্বাধীনতার স্বপ্ন পূরণের পথে দেশ, এমনটাই মনে করেন দলটির শীর্ষ নেতারা।
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ