, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাবাকে বাঁচাতে নিজের কিডনি বিক্রি করতে চান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী!

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৪ ০৮:০৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৪ ০৮:০৯:৫৫ অপরাহ্ন
বাবাকে বাঁচাতে নিজের কিডনি বিক্রি করতে চান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী!
করোনা মহামারির সময় হাসপাতালে হাসপাতালে ঘুরে সুরেলা কণ্ঠে জীবনের গান গেয়ে করোনা রোগীদের উজ্জীবিত করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মেধাবী শিক্ষার্থী ফতেহ আলী খান আকাশ আজ নিজেই হার মানতে চাইছেন জীবনের কাছে।

এদিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা বাবার চিকিৎসার অর্থ জোগাড় করতে শেষ পর্যন্ত নিজের একটি কিডনি বিক্রি করতে চেয়ে পোস্ট করেছেন ফেসবুকে। মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিডনি বিক্রির জন্য সহযোগিতা চেয়ে পোস্ট দেন আকাশ।

পোস্টে আকাশ লিখেছেন, ‘আব্বুর হার্টে ব্লক ধরা পড়েছে। অক্সিজেন মিটার ৩৫%-এ নেমে আসছে। জরুরি ভিত্তিতে ভর্তি করাতে হবে। ডাক্তার বলছে: পেসমেকার লাগাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু এই মুহূর্তে পেসমেকার লাগানোর মতো এত টাকা আমার কাছে নাই। তাই আমি আমার একটা কিডনি বিক্রি করে দিতে চাচ্ছি। ঢাকায় কোথায় কিডনি বিক্রি হয়? এক কিডনি নিয়ে বেঁচে থাকতে পারব, আব্বুকেও বাঁচাতে পারব।’
 
এ ব্যাপারে আকাশ বলেন, ‘বুধবার বাবাকে ঢাকার শেরেবাংলায় হৃদ্‌রোগ হাসপাতালে ভর্তি করিয়েছি। ডা. সমীর কুমার কুণ্ডুর তত্ত্বাবধানে বাবার চিকিৎসা চলছে। বাবার অক্সিজেন মিটার কমে যাচ্ছে। এখন ২৯-এ নেমে এসেছে। পেসমেকার বসাতে পারলেই বাবা দ্রুত সেরে উঠবে।’

এদিকে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর কেমন সাড়া পেয়েছেন জানতে চাইলে আকাশ বলেন, ‘ আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যোগাযোগ করেছে, বিশ্ববিদ্যালয়ের বন্ধু, ছোট ভাই সবাই কল দিচ্ছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকেও সহযোগিতার হাত বাড়িয়েছে।

এ ছাড়া নাম প্রকাশ না করার শর্তে আরও অনেকে এগিয়ে এসেছেন। আরও কিছু সহযোগিতা প্রয়োজন, তাহলে বাবার পেসমেকার বসানো সম্ভব। যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’ আকাশের সঙ্গে যোগাযোগের ঠিকানা: 01799510783 ও 01603581638
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান