, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রংপুরে হিটস্ট্রোকে প্রাণ গেল এক জনের

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৪ ০৪:৫০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৪ ০৪:৫০:৩১ অপরাহ্ন
রংপুরে হিটস্ট্রোকে প্রাণ গেল এক জনের
এবার তীব্র তাপদাহে হিটস্ট্রোকে রংপুরে জাফর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জাফরের বাড়ি নগরীর হাসনাবাজার এলাকায়। আজ বৃহস্পতিবার (১৬ মে) নগরীর জাহাজ কোম্পানির মোড় ডাচ-বাংলা ব্যাংকের গেটে এ ঘটনা ঘটে।

নিহত জাফরের ছেলে জুয়েল তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, তীব্র তাপদাহের মধ্যে একদিকে ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং তার ওপর প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।

আজ বৃহস্পতিবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গরমের কারণে ফাঁকা হয়ে গিয়েছে নগরীর রাস্তাঘাট। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। প্রখর রোদ তাপমাত্রারা তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে।

এতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে শ্রমজীবী মানুষের দৈনন্দিন কাজকর্মে। গরমের কারণে নষ্ট হচ্ছে ফসলের জমি মৌসুমি ফল।

এ ছাড়াও, গরমে নানান সমস্যা নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, বিশেষ করে সর্দি, জ্বর ও কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু