, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বৈদেশিক ঋণ ও অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৪ ০৪:০০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৪ ০৪:০০:১৪ অপরাহ্ন
বৈদেশিক ঋণ ও অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
এবার আগামী ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির চূড়ান্ত অনুমোদনে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈদেশিক ঋণ ও অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন । এতে ১ হাজার ২৫৮টি প্রকল্প বাস্তবায়নের জন্য উন্নয়ন বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।

এদিকে চলতি অর্থ বছরে এডিপির আকার ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। সে হিসেবে এবার এডিপির আকার বাড়ছে ২ হাজার কোটি টাকা। বরাদ্দ দেয়ার ক্ষেত্রে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট মাথায় রাখা হয়েছে বলে জানানো হয়।  

আগামী অর্থবছরে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা ১০টি প্রকল্পে খরচ হবে প্রায় ৫২ হাজার কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল লাইন-১ প্রকল্প, পাওয়ার গ্রিডের নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প এবং পদ্মা রেল ও বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্প। 
তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা